কক্সবাজারে ইয়াবা মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৮:৫৫ পিএম

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত

কক্সবাজারে ৭ হাজার ৬০০ ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে দণ্ডিত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন৷ 

দণ্ডিত আসামি হলেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১ (ডব্লিউ ) এর ছানা উল্লাহ ও আইয়ুবা খাতুনের ছেলে মো. রফিক (৩৪)। দণ্ডিত আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪ আদালতে মামলাটি পরিচালনা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh