লড়াকু চরিত্রে মিথিলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ১২:১৯ পিএম

রাফিয়াত রশিদ মিথিলা। ছবি: সংগৃহীত

রাফিয়াত রশিদ মিথিলা। ছবি: সংগৃহীত

রাফিয়াত রশিদ মিথিলা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ওপার বাংলাতেও বেশ সুখ্যাতি অর্জন করেছেন এ অভিনেত্রী। কলকাতার একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। বলতে গেলে দু বাংলায় নিজের আসন পাকা পোক্ত করেছেন তিনি।

ওপার বাংলার আরো একটি সিনেমায় দেখা যাবে রশিদ মিথিলাকে। সিনেমার নাম ‘মেঘলা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র দেখা যাবে মিথিলাকে। এটি পরিচালনা করছেন অর্ণব মিদ্যা। ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এরইমধ্যে সিনেমায় মিথিলার চরিত্র ফুটিয়ে তুলতে একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে।

চরিত্রটি নিয়ে মিথিলা বলেন, ‘আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার সুবাদে বিভিন্ন জনগোষ্ঠীর নারীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে আমার। সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে তাদের অদম্য শক্তির সঙ্গে আমি ভীষণ পরিচিত। যখন একজন নারীর মাঝে সেই শক্তি জেগে ওঠে, তখন সব নেতিবাচক অপশক্তি হার মানে। এমনই এক লড়াকু নারীর নাম মেঘলা। সাধারণ এক মেয়ে কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে, তারই জ্বলন্ত উদাহরণ মেঘলা। আর এই রকম একটি সিনেমা শুধু বিনোদন নয়, আমাদের সমাজে চলচ্চিত্রের যে ভূমিকা রয়েছে তারই প্রতিফলন। এমন চরিত্রে সুযোগ পেয়ে আমি গর্বিত।’ 

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার প্রমুখ। অর্ণবের এ ছবিতেও সংগীত পরিচালনার দায়িত্বে রণজয় ভট্টাচার্য। এরইমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। আগামী মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh