ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ১২:৪৯ পিএম

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ছবি: রয়টার্স

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া নিয়ে চলমান উত্তেজনার মাঝেই একে একে ছয়টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে শুক্রবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৯ মার্চ) স্বল্পমাত্রার ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। নিজেদের যেকোনো হুমকি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত বলে দাবি করেছে পিয়ংইয়ং। এদিন নিজে উপস্থিত থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেন দেশটির সর্বোচ্চ শাসক কিম জং উন।

এদিকে উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

সম্প্রতি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের ফের সামরিক মহড়ার ঘোষণার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কিম। ওয়াশিংটনের এসব কর্মকাণ্ডকে হুমকি হিসেবে উল্লেখ করে যথাযথ জবাবের হুঁশিয়ারি দেন এ নেতা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh