কিছু কিছু জায়গা রাজনীতির বাইরে রাখতে হয়: কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৪:২৪ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

কিছু কিছু জায়গা রাজনীতি থেকে বাইরে রাখতে হয়- উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় আছে বলে আওয়ামী লীগ নিয়ন্ত্রিত অনুষ্ঠান হবে, এটা কাম্য নয়।

আজ শুক্রবার (১০ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে তিনি ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই ওবায়দুল কাদের বলেন, আমি প্রধান অতিথি; সময়মতো আসব, কিন্তু আমার জন্য বাকিদের বসিয়ে রাখা হয়েছে কেন? সবাই এখানে ব্যস্ত মানুষ। আমি আয়োজকদের কাছে এর উত্তর চাই।

তিনি বলেন, এই প্রোগ্রাম অ্যালামনাইয়ের, কিন্তু এটি আমার কাছে অ্যালামনাইয়ের পরিবেশের মতো মনে হচ্ছে না। এখানে কুশল বিনিময়, আড্ডা হবে। এই আড্ডা টিএসসিতে ভালো মানায়।

তিনি আরো বলেন, এটা কি কোনো অ্যালামনাইয়ের পরিবেশ? আপনারা বলেছেন, অনেক লোক আসবে, কিন্তু পেছনে তো সব চেয়ার খালি।

অ্যালামনাইয়ের অনুষ্ঠানে সব দলের লোকজন দাওয়াত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলেন, হলের অ্যালামনাইয়ের এই প্রোগ্রামকে রাজনীতিকরণ করা হয়েছে।

ওই সময় তিনি পুনর্মিলনীর মতো অনুষ্ঠান রাজনীতির ঊর্ধ্বে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, অ্যালামনাই যদি করতে চান, তাহলে এটিকে নন-পলিটিক্যাল বানান। সব জায়গায় পলিটিকস করতে চাই না। আর সব জায়গায় রাজনীতি চলেও না।

ওবায়দুল কাদের বলেন, অ্যালামনাইয়ে মন্ত্রীকে এনে প্রধান অতিথি করতে হবে, এটির সাথে আমি একমত নই। কোনো প্রধান অতিথি হবে না। মন্ত্রী প্রাক্তন আবাসিক ছাত্র হিসেবে আসবে। সবার একই স্ট্যাটাস। প্রাক্তন ছাত্র হিসেবে আমরা আসব, আড্ডা দেব, কুশল বিনিময় করব, পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করব। এটা কোনো পলিটিকাল আসর নয়।

তিনি বলেন, প্রথমবারের মতো এই পুনর্মিলনী হচ্ছে; ভালো। পরবর্তীকালে যেন এটিকে নন-পলিটিক্যাল অ্যালামনাই হিসেবে দেখতে পাই। ভবিষ্যতে আজকের এই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সেটি স্মরণ করিয়ে দিচ্ছি।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর মো. নিজামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh