মেঘনা নদীতে জেলেদের হামলায় ওসিসহ আহত ১১

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৯:৪৬ পিএম

জেলেদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা। ছবি: বরিশাল প্রতিনিধি

জেলেদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় মাছ রক্ষায় মেঘনা নদীর অভয় আশ্রমে মৎস্য বিভাগের অভিযান চালানোর সময় জেলেদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দেসহ ১১ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে জেলেদের মধ্যে কেউ আহত হয়েছেন কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি।

এর আগে আজ শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হিজলা গৌরবদি ইউনিয়নের মেঘনার সবুজ বয়া সংলগ্ন ৭ নম্বর মাছঘাটে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- কনস্টেবল জাকারিয়া, মৎস্য দপ্তরের মাঝি ইয়াসিন, রাজু, ইয়াকুব, সালাউদ্দিন, সোহাগ ও মুজাহিদসহ মোট ১১ জন। এদের মধ্যে ওসি এবং পাঁচজন মাঝি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হিজলা গৌরবদি ইউনিয়নের মেঘনার সবুজ বয়া সংলগ্ন ৭ নম্বর মাছঘাটে অবৈধভাবে মাছ শিকার বন্ধে দুটি ট্রলার নিয়ে অভিযান চালায় মৎস্য বিভাগ।

তাদের অভিযানে সহযোগিতায় ছিলেন নৌ-পুলিশ এবং স্থানীয় কয়েকজন ট্রলার মাঝি ও শ্রমিক। এসময় বেশ কয়েকজন জেলেকে মাছ ধরতে দেখে তাদের বাধা প্রদান এবং জাল জব্দ করা হয়।

ওসি বলেন, জাল জব্দ করার সময় জেলেরা সংঘবদ্ধ হয়ে ৭ থেকে ৮টি ট্রলার যোগে এসে আভিযানিক দলের ওপর হামলা চালায়। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং চারদিক ঘেরাও করে পেটাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাত রাউন্ড ফাঁকা গুলি করে।

হিজলা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার জানিয়েছেন, অভিযুক্ত জেলেদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করবে। প্রশাসনের উপর হামলার ঘটনায় কারো ইন্ধন রয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান ইউএনও।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh