গুলিস্তানে বিস্ফোরণ

বার্ন ইনস্টিটিউটে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ১০:১০ পিএম

গুলিস্তানের সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণ। ছবি: ফাইল

গুলিস্তানের সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণ। ছবি: ফাইল

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটে ৮ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ২ জন সুস্থ হওয়ার পথে, বাকি ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh