রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ

মহাসড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে জনসাধারণ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১২:২৪ পিএম | আপডেট: ১২ মার্চ ২০২৩, ১২:৪১ পিএম

বিনোদপুর বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। ছবি: রাজশাহী প্রতিনিধি

বিনোদপুর বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। ছবি: রাজশাহী প্রতিনিধি

স্থানীয়দের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অচলাবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকা। রাজশাহী-নাটোর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে দূর পাল্লার গাড়ী চলাচল করায়, যাত্রী ভোগান্তি চরমে। তবে রাজশাহী থেকে নির্ধারিত সময়ে বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলো ছেড়ে গেছে।

এদিকে আজ রবিবার (১২ মার্চ) সকাল ৮টা থেকেই বিশ্ববিদ্যালয় বিনোদপুর বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে, গতকাল শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় সংঘর্ষের পর থেকে রাজশাহী-ঢাকা মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত নগরীর চৌদ্দপাই এলাকার বিহার মোড়, তালাইমারি ভদ্রা মোড় এলাকার রাস্তা বন্ধ রাখা হয়েছে। ফলে এই সড়ক ব্যবহার করা বিভিন্ন যানবাহনগুলো বিকল্প পথ দিয়ে চলাচল করছে।

নিষাদ ইনান নামে এক স্থানীয় বাসিন্দা জানান, চিকিৎসার জন্য আজ বাবাকে নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। যান চলাচল বন্ধ থাকার কথা শুনে আর যাওয়া হলো না। বাবার শরীরটাও বেশি ভালো না। এ পরিস্থিতিতে বাবাকে নিয়ে অসহায় অবস্থায় পড়েছি।

জেসমিন ইসলাম নামে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, গতকালকের এই ঝামেলার পর পুরো রাজশাহী নগরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে। স্থানীয়রা আবার ভুল করে যদি আমাদের উপর হামলা চালায়।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাবি ছাত্র ও স্থানীয়দের মধ্যে বিনোদপুর বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় শিক্ষার্থীসহ ২০০ মানুষ আহত হয়। তবে রাকিব নামের এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। 

আইসিইউতে থাকা চিকিৎসাধীন এ শিক্ষার্থীর সহপাঠী জানান, রাকিবের অবস্থার তেমন উন্নতি হয়নি। গতকাল শনিবার যেমন ছিল তেমনি রয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে সংঘর্ষ চলাকালীন বিনোদপুর বাজারে বেশ কিছু দোকান ভাংচুর করা হয়। আজ নগরের বিনোদপুর বাজারের দোকানপাট খোলেনি ব্যবসায়ীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হচ্ছে, তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসবেন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাবি ও বিনোদপুর বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। একই সঙ্গে গোয়েন্দা বাহিনীর সদস্যরাও কাজ করছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh