তুরস্কের এজিয়ান উপকূলে নৌকাডুবি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১২:৩০ পিএম

উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের বন্দরে নিয়ে যাওয়ার সময় তোলা ছবি। ছবি: সংগৃহীত

উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের বন্দরে নিয়ে যাওয়ার সময় তোলা ছবি। ছবি: সংগৃহীত

তুরস্কের এজিয়ান উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ১১ জনকে। 

গতকাল শনিবার (১১ মার্চ) তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী ওই নৌকাটি ডুবে যায়।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি কোস্টগার্ড জানিয়েছে, গতকাল শনিবার তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি ডিঙ্গি নৌকা ডুবে গেলে পাঁচ অভিবাসীর মৃত্যু হয়। অন্যদিকে গ্রিস বলেছে, নৌকাডুবির এই ঘটনার পর তুরস্কের ঘোষিত সংখ্যার বাইরে আরও পাঁচজন অভিবাসনপ্রত্যাশীকে কাছাকাছি একটি দ্বীপে পাওয়া গেছে।

তুরস্কের কোস্টগার্ড জানিয়েছে, গতকাল সকালে নৌকা পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে এক শিশুসহ ১১ জনকে উদ্ধার করে। পরে তাদের স্বাস্থ্যকর্মীদের কাছে হস্তান্তর করার জন্য দিদিম বন্দরে নিয়ে আসে কোস্টগার্ড।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh