নয়া রাষ্ট্রপতির বৈধতা চ্যালেঞ্জের রিটে বিব্রত হাইকোর্ট

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০১:৩১ পিএম | আপডেট: ১২ মার্চ ২০২৩, ০১:৩৩ পিএম

হাইকোর্ট। ছবি: সংগৃহীত

হাইকোর্ট। ছবি: সংগৃহীত

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। হাইকোর্টের একজন বিচারপতি রিটটি শুনতে বিব্রতবোধ করায় প্রধান বিচারপতির কাছে রিটটি পাঠানো হয়।

আজ রবিবার (১২ মার্চ) হাইকোর্টে এ ঘটনা ঘটে।

এর আগে গত মঙ্গলবার (৭ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। 

জানা গেছে, নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে এই রিটে বিবাদী করা হয়েছে।

আইনজীবী এম এ আজিজ খান বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া এবং পরবর্তীতে গেজেট প্রকাশ করা হয়েছে তা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি মো. সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন প্রক্রিয়া যথাযথ হয়নি-দাবি করে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।  

গত ১৩ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে দেশের ২২ তম প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৭ ধারা অনুসারে তাকে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh