বাংলাদেশে পৌঁছেছে আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৩:৩০ পিএম | আপডেট: ১২ মার্চ ২০২৩, ০৩:৩০ পিএম

আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

সিলেটে পৌঁছেছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে দলটি। এ সফরে আইরিশরা তিনটি ওয়ানডে সমান সংখ্যক টি টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে। 

আজ রবিবার (১২ মার্চ) সকালে ঢাকা হয়ে সিলেটে পৌঁছায় আইরিশরা।

গতকাল শনিবার (১১ মার্চ) আয়ারল্যান্ড সিরিজের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সূচি অনুসারে সিরিজের প্রথম দুটি ওয়ানডে এবং সব টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টায়। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ২টা ৩০ মিনিটে। একমাত্র টেস্টটি মাঠে গড়াবে সকাল ১০টায়। ১৫ মার্চ একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে দুদল। এরপর ১৮ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মূল সিরিজের লড়াই।

সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে আগামী ২০ ও ২৩ মার্চ। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ওয়ানডে শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ মার্চ টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৪ এপ্রিল।

এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে কোনো টেস্ট খেলেনি টাইগাররা। আইরিশদের বিপক্ষে ওয়ানডেতে ৭ জয়ের বিপরীতে ২ হার ও টি-টোয়েন্টিতে ৩ জয়ের বিপরীতে একটি হার আছে বাংলাদেশের। এর আগে ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সফর করেছিল আয়ারল্যান্ড।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh