ডাচ বাংলার টাকা ছিনতাই: খুলনায় নারীসহ আটক ৪

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৭:৩৭ পিএম

ডিবির অভিযানে আটককৃত দুই নারী। ছবি: খুলনা প্রতিনিধি

ডিবির অভিযানে আটককৃত দুই নারী। ছবি: খুলনা প্রতিনিধি

রাজধানীর ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় খুলনা থেকে দুই নারীসহ চারজনকে আটক করেছে ঢাকার ডিবি পুলিশ।

আজ রবিবার (১২ মার্চ) ভোর রাত থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর জোড়াগেট এলাকার সিঅ্যান্ডবি কলোনিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকার ডিবি পুলিশের একটি টিম নগরীর জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনির জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায়। ওই বাসা থেকে জাহাঙ্গীরের ভগ্নিপতি আকাশ ও বোনসহ দুই নারীকে আটক করা হয়। পরে আরো একজনকে আটক করা হয়।

জাহাঙ্গীরের পাশের ফ্ল্যাটের লোকজন জানান, খুব সকাল থেকে পুলিশ ভবন ঘেরাও করে চতুর্থতলায় ওই বাসায় প্রবেশ করে। এই বাসায় গতকালই (শনিবার) তার ভগ্নিপতি আর বোন এসেছে।

অভিযানকালে ঢাকা ডিবির এডিসি রাশেদ সাংবাদিকদের জানান, খুলনার এই সূত্র ধরে আরো কয়েক জায়গায় অভিযান চলছে। ফলে তদন্তের গোপনীয়তার স্বার্থে বিস্তারিত কিছু বলা যাবে না।

এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ঢাকা ডিবি পুলিশের একটি টিম সোনাডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালাচ্ছে। তবে, অভিযানে কেউ আটক বা টাকা উদ্ধার হয়েছে কি না- এ ব্যাপারে আমাদের কিছু জানা নেই। সোনাডাঙ্গা থানা পুলিশ ঢাকার ডিবি পুলিশকে সহযোগিতা করেছে মাত্র।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh