মাশরাফিকে পেছনে ফেললেন সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৮:৩৭ পিএম

 মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি জয়ে সাবেক দলনেতা মাশরাফি বিন মর্তুজাকে পেছনে ফেলেছেন সাকিব আল হাসান।

আজ ররিবার (১২ মার্চ) রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেট হারায় সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই জয়ে মাশরাফিকে টপকে দ্বিতীয়স্থানে উঠলেন সাকিব।

মাশরাফির অধীনে ২৮ ম্যাচে ১০টি টি-টোয়েন্টি জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো বাংলাদেশের। সাকিবের নেতৃত্বে ৩৩ ম্যাচে ১১ টি-টোয়েন্টি জয় ও ২২টি হারের স্বাদ পায় বাংলাদেশ।

অন্যদিকে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহর নেতৃত্বে সবচেয়ে বেশি জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তার অধীনে ৪৩ ম্যাচের ১৬টিতে জয়, ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh