সেবক হতে চান মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া তাবাসসুম

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০২:২৬ পিএম | আপডেট: ১৩ মার্চ ২০২৩, ০২:৩২ পিএম

মেডিকেল ভর্তির সুযোগ পাওয়া তাবাসসুম। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

মেডিকেল ভর্তির সুযোগ পাওয়া তাবাসসুম। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

ডাক্তার হয়ে আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চান মেডিকেলে ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়া শিক্ষার্থী সুবাহ তাবাসসুম সাম্মা।

সাংবাদিক এবিএম আ. সাত্তারের কন্যা এমবিবিএস কোর্সে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুপারিশ পেয়েছেন। বাবা-মার অনুপ্রেরণা এবং শিক্ষকদের যথার্থ শিক্ষাদান ও নিজের কঠোর অধ্যবসায়ের কারণে তিনি এ সফলতা অর্জন করেছে বলে জানান স্বজনরা।

গতকাল রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় সুপারিশ প্রাপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থীর মা সিনিয়র সহকারী শিক্ষক ইশরাত তাবাসসুম মুনা।

তিনি বলেন, ইতিপূর্বেও সুবাহ তাবাসসুম সাম্মা গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পঞ্চম, অষ্টম শ্রেণি ও এসএসসিতে জিপিএ-৫ সহ বৃত্তি পেয়ে সাফল্য অর্জন করেছে। এছাড়া গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্ত হ

এদিকে, পূর্বের ধারাবাহিকতায় এবারো সাম্মা সফলতা অর্জন করায়, তার বন্ধু-বান্ধব, মা-বাবা, আত্মীয়-স্বজন  শিক্ষক তাকে  অভিনন্দন জানিয়েছেন।

সুবাহ তাবাসসুম সাম্মা জানান, ভবিষ্যতে তিনি ডাক্তার হয়ে আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। ইচ্ছা পুরনের লক্ষ্যে সাম্মা সকলের কাছে দোয়া কামনা করেন।

ওই শিক্ষার্থীর মা ইশরাত তাবাসসুম মুনা জানান, মেয়ের ভালো ফলাফলের জন্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। আগামীতে উচ্চশিক্ষা গ্রহণে তিনি যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে এই দোয়া চান।

বাবা এবিএম সাত্তার বলেন, মেয়ের এই সফলতার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা শিক্ষকদের। তিনি ভবিষ্যতে দেশ-দশের সেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে এজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh