জাহাঙ্গীরকে ফের মেয়র পদে ফেরাতে ৬১ কাউন্সিলরের চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৩:২৫ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

গাজীপুরের উন্নয়ন ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে মেয়রের দায়িত্ব ফিরিয়ে দেয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ৬১ কাউন্সিলরের স্বাক্ষরিত চিঠি দিয়েছেন।

গতকাল রবিবার (১২ মার্চ) আবেদনটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর প্রেরণ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়ে কাউন্সিলর ও দলের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতেন। কিন্তু বিগত ১৫ মাসে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও সমন্বয়হীনতা বর্তমানে চরম সীমায় পৌঁছে গেছে।

মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নের যে ধারা চালু করেছিলেন বর্তমানে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ সমন্বয়হীন ও জনগণের উন্নয়নের চেয়ে নিজের উন্নয়নের অধিক মনোযোগী হয়ে পড়েছেন। এর ফলে সিটি কর্পোরেশনের লাখ লাখ সাধারণ মানুষ নাগরিক সুবিধা হতে বঞ্চিত হচ্ছে।

ইতোমধ্যে, প্যানেল মেয়রের দুর্নীতি অনিয়ম ও দৈত্য নাগরিকত্বসহ ১১টি বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। যা তদন্ত করছেন দুর্নীতি দমন কমিশন।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের একাধিক কাউন্সিলর এর সঙ্গে কথা বললে জানা যায় প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ না করেই মনগড়া প্রকল্প দেন এবং ঠিকাদারদের দিয়ে কাজ করান। এ কারণে কাউন্সিলররা ক্ষুব্ধ হয়ে ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে স্থানীয় মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh