ঝিনাইদহে ১৫ ফুটের লম্বা ম্যুরাল উদ্বধন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৩:৪৬ পিএম | আপডেট: ১৩ মার্চ ২০২৩, ০৮:০৩ পিএম

মরমি কবি পাগলা কানাইয়ের ম্যুরাল উদ্বোধন। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

মরমি কবি পাগলা কানাইয়ের ম্যুরাল উদ্বোধন। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মরমি কবি পাগলা কানাইয়ের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (১২ মার্চ) সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের কবির মাজার প্রাঙ্গণে এ ম্যুরাল উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাগলা কানাই সাহিত্য ও সংগীত চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, পাগলা কানাইয়ের মাজারে তার স্মৃতি ধরে রাখতে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে কবির মাজার প্রাঙ্গণে এই ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। যার পরিকল্পনা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন।

তিনি আরও জানান, এমন বিশাল ম্যুরাল ঝিনাইদহে এই প্রথম। ম্যুরালটি ১৫ ফুট লম্বা ও চওড়ায় ৮ ফুট। এই ম্যুরালটি তৈরি করতে সাড়ে ৪ লাখ টাকা খরচ হয়েছে। যা উপজেলা পরিষদের ফান্ড থেকে দেওয়া হয়ছে।

পাগলা কানাইয়ের ম্যুরাল তৈরি করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন কবির ভক্তসহ স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, কবির জন্মদিন উপলক্ষে গত ১০ মার্চ থেকে সাতদিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh