বাংলাদেশ বিজনেস সামিটের শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৩:৫৪ পিএম

তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ শেষ হচ্ছে আজ। ছবি: সংগৃহীত

তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ শেষ হচ্ছে আজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর শে দিন আজ।

এফবিসিসিআইয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১ মার্চ থেকে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। সেদিন ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিন দিনব্যাপী চলমান এ সামিটে বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে ১৭টি সেমিনার ও তিনটি প্ল্যানারি সেশন হওয়ার কথা রয়েছে।

আজ সোমবার (১৩ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৮টি সেশন হবে। যেখানে বাংলাদেশে সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরবেন বক্তারা। 

সেশনগুলো হচ্ছে- সার্কুলার ইকোনমিক, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, হাই-টেক অ্যান্ড অটোমোবাইল, স্পেশাল ইকোনমি জোন, এসএমই’স ডেভেলপমেন্ট, ফারমাসিটিক্যালস অ্যান্ড হেলথ কেয়ার। এছাড়া দুপুর ২টায় ট্যুরিজম অ্যান্ড ব্লু ইকোনমি ও উইমেন্স পার্টনারশিপ বিষয়ক প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে।

দেশের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে চলছে দেশের সবচেয়ে বড় এ বিজনেস সামিট। এতে বাংলাদেশের মূল খাতগুলোতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ক্ষেত্রে কী কী সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলো তুলে ধরা হচ্ছে। এতে দেশ-বিদেশের প্রতিনিধি, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা অংশ নিয়েছেন।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজনেস সামিটের সমাপ্তি ঘোষণা করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সামিটে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ ১২টি আন্তর্জাতিক সংস্থার সিইও এবং দুইশো’র বেশি দেশি-বিদেশি বিনিয়োগকারী ও বিশ্বের ১৭টি দেশের ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh