রমজানে অফিসের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৩:৫৪ পিএম | আপডেট: ১৩ মার্চ ২০২৩, ০৪:২৭ পিএম

বাংলাদেশ সরকার লোগো।

বাংলাদেশ সরকার লোগো।

রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। সকাল ৯ টায় অফিস শুরু হয়ে চলবে ৩টা ৩০ পর্যন্ত। দুপুর ১টা ১৫ থেকে ১টা ৩০ পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

আজ সোমবার (১৩ মার্চ) মন্ত্রিসভা বৈঠক শেষে গণমাধ্যমে এসব জানান মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, ব্যাংক, বীমা, আদালতসহ বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সময়সূচি তাদের নিজস্ব সুবিধা মত  নির্ধারণ করবে।

বাংলাদেশ এবং ভুটানের মধ্যে ট্রাফিক ইন ট্রানজিট সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে পণ্য পরিবহনে ভুটান বাংলাদেশের সবগুলো বন্দর ব্যবহার করতে পারবে। ফলে দুই দেশের ব্যবসা বাণিজ্য বাড়বে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh