স্বপ্নপুরীতে জবি শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ৮

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৮:২৬ পিএম

জবি শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি: জবি প্রতিনিধি

জবি শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি: জবি প্রতিনিধি

দিনাজপুরের পিকনিক স্পট ও বিনোদন পার্ক স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আটজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার (১৩ মার্চ) নবাবগঞ্জের আমলি আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হামলার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনামিকা আক্তার থানায় রবিবার রাত দেড়টায় মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার আটজনের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে।’

তিনি বলেন, ‘মামলার আগে রাত ৮টার দিকে পুলিশ স্বপ্নপুরী পিকনিক স্পটের সাত কর্মচারী ও এক দর্শনার্থীসহ আটজনকে হামলায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার আটজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তানছির বিল্লাহ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নবাবগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের সবুজ মিয়া, কুশদহ গ্রামের রেজওয়ান আহমেদ, শিবপুর গ্রামের আশরাফুল ইসলাম, খালিপপুর গ্রামের প্রভাষ কিসকু, কুশদহ গ্রামের আজিজুল হক, রহিমাপুরের জাবেদুল ইসলাম, খোশলামপুর গ্রামের মানিকুল ইসলাম ও উত্তর গোপালপুর গ্রামের সালমা আক্তার। তাদের মধ্যে সালমা আক্তার ছাড়া সবাই ওই বিনোদন কেন্দ্রের কর্মচারী।

বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, ‘আমাদের এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে তাদের (স্টাফ) সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অতর্কিতভাবে তারা রড ও লাঠি দিয়ে শিক্ষার্থীদের ওপর আঘাত করেন। আমাদের ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। দুজন শিক্ষার্থীর মাথা ফেটেছে ও তার মধ্যে একজনের হাত ভেঙেছে।’

স্বপ্নপুরী পার্কের স্বত্বাধিকারী ও দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, ‘এক শিক্ষার্থী ব্যাগ রেখে চলে যান। পরবর্তীতে আরেক শিক্ষার্থী ফেরত নিতে এলে স্টাফরা ব্যাগের প্রকৃত মালিককে ডাকতে বলেন। পরে তিনি এসে ব্যাগ ফেরত নেন। কিন্তু আগের শিক্ষার্থীকে কেন ব্যাগ ফেরত দেওয়া হলো না, এ নিয়ে শিক্ষার্থীরা ঝামেলা তৈরি করেছে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার বলেন, ‘আমি ঘটনাটি শোনার পরপরই ওখানকার পুলিশের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টির সমাধান করবেন বলে জানিয়েছেন। আমরা আরো খোঁজ-খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh