বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৮:৪৩ পিএম
বিদ্যালয়ের মাঠে বিয়ের আয়োজন। ছবি: বরিশাল প্রতিনিধি
একদিকে শ্রেণিকক্ষে চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান, অন্যদিকে স্কুল দখল করে ইউপি সদস্যের মেয়ের বিয়ের ধুমধাম আয়োজন। শেষ পর্যন্ত বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলেও ক্লাস করতে পারেনি কোমলমতি শিক্ষার্থীরা।
ঘটনাটি ঘটেছে বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাধবপুর নপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তবে স্কুল দখল করে ধুমধাম আয়োজনে বিয়ে হলেও বিষয়টি জানা নেই শিক্ষা অফিসের।
স্কুল শিক্ষকরা জানিয়েছেন, ‘অন্যান্য স্কুলের ন্যায় আজ সোমবার (১৩ মার্চ) উপজেলার মাধবপুর নাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা ছিল। সকালে শিক্ষার্থীরা নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে আসে। কিন্তু ক্লাস না করে ফিরে যেতে হয়েছে তাদের।
এর কারণ উল্লেখ করে শিক্ষকরা বলেন, বিদ্যালয়ের নিচতলা এবং বিদ্যালয়ের বাইরে বিশাল প্যান্ডেল করে ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করেন ধুলখোলা ইউনিয়নের সদস্য (মেম্বর) ও নপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রত্তন রাঢ়ী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নোমান হোসেন বলেন, রত্তন রাঢ়ী একজন জনপ্রতিনিধি এবং স্কুলের সহ-সভাপতি। তিনি স্কুলে বিয়ের আয়োজন করেছেন। এখানে আমাদের প্রতিবাদের সুযোগ কোথায়।
তিনি বলেন, স্কুলের মধ্যে শ্রেণিকক্ষে বিয়ের অনুষ্ঠানের রান্না এবং খাবার বণ্টনের কাজ হয়েছে। যে কারণে সোমবার বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস করানো যায়নি। স্কুল ছুটে দিয়ে দেয়া হয়।
এদিকে, হিজলা থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া জানিয়েছেন, ইউপি সদস্য রত্তন রাঢ়ীর বিরুদ্ধে একই ইউনিয়নের সাবেক মেম্বর নান্টু হত্যা, ডাকাতি, চুরি ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। তবে স্কুল মাঠে বিয়ের আয়োজনের বিষয়ে কোন অভিযোগ আমরা পাইনি।
এদিকে হিজলা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার খালেদ সাইফুল্লাহ বলেন, স্কুল বন্ধ রেখে বিয়ের আয়োজনের বিষয়টি আমার জানা নেই। আমাকে কেউ অবগতও করেনি। তবে এমন কোন ঘটনা ঘটে থাকলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।