নিলামে উঠছে সাড়ে ৬ কোটি বছর পুরনো ডাইনোসরের কঙ্কাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১০:০৪ পিএম

টিরানোসরাস-রেক্স বা টি-রেক্স ডাইনোসরের কঙ্কাল। ছবি: সংগৃহীত

টিরানোসরাস-রেক্স বা টি-রেক্স ডাইনোসরের কঙ্কাল। ছবি: সংগৃহীত

আগামী মাসে সুইজারল্যান্ডে নিলাম হবে ৬ কোটি ৭০ লক্ষ বছর পুরোনো টিরানোসরাস-রেক্স বা টি-রেক্স ডাইনোসরের কঙ্কাল।

কোলার নামক নিলাম সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৮ এপ্রিল জুরিখে এই নিলামের আয়োজন করা হচ্ছে। কঙ্কালটির নাম রাখা হয়েছে ‘ট্রিনিটি’। নিলাম সংস্থার অনুমান, উচ্চতায় ১২ দশমিক ৮ ফুট ট্রিনিটির দাম উঠবে ৬০ লক্ষ থেকে ৮০ লক্ষ সুইস ফ্রাঙ্ক।

সংস্থাটি জানিয়েছে, তারা কম করে দাম ধরেছেন। দাম আরও বাড়তে পারে। বর্তমানে যে কয়েটি টি-রেক্স কঙ্কালের অস্তিত্ব রয়েছে তার মধ্যে ট্রিনিটি দর্শনীয়। খুবই দক্ষ ভাবে উদ্ধার করা হয়েছিল জীবাশ্মটিকে। পৃথিবীতে যে সব প্রাণী বিচরণ করেছে, তার মধ্যে অন্যতম বৃহৎ খাদক শ্রেণির প্রাণী টি-রেক্স। গোটা বিশ্বে মাত্র ৩২টি পূর্ণবয়স্ক টি-রেক্সের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

ট্রিনিটি অবশ্য একটি টি-রেক্সের কঙ্কাল নয়। তিনটি কঙ্কালের অংশ থেকে একে তৈরি করা হয়েছে। ২০০৮ সাল থেকে ২০১৩ সালের মধ্যে আমেরিকার মন্টানা ও উইমিংয়ের হেল ক্রিক ও ল্যান্স ক্রিকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছিল কঙ্কালগুলো। আমেরিকার এই দুই অঞ্চল থেকে আরও দু’টি টি-রেক্সের কঙ্কাল পাওয়া গিয়েছিল অতীতে।

একটা গোটা টি-রেক্স ডাইনোসরের কঙ্কাল নিলামে ওঠার ঘটনা ইউরোপে প্রথম এবং বিশ্বে তৃতীয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh