নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১২:১৭ পিএম
নবনির্বাচিত ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভেনিস পৌঁছালে বিভিন্ন শহর হতে আসা নেতা-কর্মীরা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। ছবি: প্রতিনিধি
ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালকে ভেনিস শাখা আওয়ামী লীগ গণসংবর্ধনা দিয়েছে। নবনির্বাচিত ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভেনিস পৌঁছালে বিভিন্ন শহর হতে আসা নেতা-কর্মীরা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে মারঘেরা স্থানীয় একটি হল রুমে ভেনিস আওয়ামী লীগের সভাপতি শাহ্জাহান কবির ইদ্রিছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর নাছির, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন বেপারী ও সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বলের পরিচালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনা ও এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা জানানো হয় শহীদ মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুসহ বীর সেনাদের। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাবিব চৌধুরী, ইতালি আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদী, ইতালি আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান, আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাসী, আল মাহমুদ (রফিক) সহ-সভাপতি রোম, আশরাফুল আলম সেলিম সভাপতি লাসপেছিয়া আওয়ামী লীগ, মাসুদ পারভেজ ভারপ্রাপ্ত সভাপতি মনফালকুনে আওয়ামী লীগসহ আরও অনেক প্রবাসী নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- সহ-সভাপতি রুহুল আমিন ছৈয়াল, খোরশেদ মাঝি, সহ-সভাপতি আবুল কাশেম সিকদার, নুর আলী পাঠান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক নিনি, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, রোমান মাল, সাংগঠনিক সম্পাদক মোশারফ মোল্লা, আজাদ খান, সোহাগ মাঝি প্রমূখ। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।