ভালোবাসা

শামীম রফিক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১০:৪১ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভালোবাসা মানে সর্বক্ষণের প্রেম
ভালোবাসা মানে হৃদয়ের পরিপূর্ণ অধ্যায়
ভালোবাসা মানে বিকেলের সোনা রোদ

ভালোবাসা মানে অনুভবে থাকা সকাল দুপুর রাত
ভালোবাসা মানে আবেশে ধরা বিশ্বাসী দু’টি হাত
ভালোবাসা মানে শুধুই সম্মানের খেলা; থাকে না বিষাদ
ভালোবাসা মানে ধৈর্য্যরে খেলা; সকলে শেখে না সেভাবে
ভালোবাসা মানে সুখে নয় শুধু; কখনো কিছুটা বিষাদে
ভালোবাসা মানে সারাক্ষণ লেগে থাকা নিরহঙ্কার ঢেউ
ভালোবাসা মানে সম্পর্কের কৃতিত্ব
ভালোবাসা মানে মানুষের বিজয়
ভালোবাসা মানে কামুক তৃষ্ণার নিচে স্পন্দিত প্রজাপতি
ভালোবাসা মানে বিত্ত নেই, বিশ্বাসে সব।

সকলেই ভালোবাসতে চায়
কিন্তু সকলেই বুঝে না ভালোবাসা;
ভালোবাসা পেলেও
কারো কারো থাকে না পবিত্র কৌশল
গ্রহনের গভীরতা।

কিছু কিছু ভালোবাসা বিচ্ছিন্ন কাঁদায়
কিছু কিছু ভালোবাসা অভাবী হতে শেখায়
কিছু কিছু ভালোবাসা বিকাশে প্রবল
কিছু কিছু ভালোবাসা আকাঙ্ক্ষাই সকল।

ভালোবেসে কেউ কেউ প্রেমিক হয়ে ওঠে
ভালোবেসে কেউ কেউ রাত্রির মতো বিচিত্র
ভালোবেসে কেউ কেউ বৃক্ষের মতো বিচ্ছিন্ন
ভালোবেসে অবনত হলে-সবকিছু উন্নত।

ভালোবেসে ভুল হতে হলে হও
ভালোবেসে প্রিয় চাওয়ার কাছে নতজানু হতে হলে
দ্বিধা নয়।
ভালোবেসে সৎ ও মানবিক হও।

সময় নিশ্চুপ নয় কখনো
ভালোবাসা বয়ে যায় সময়ের মতো
কাউকে ভালোবাসতে হলে এক্ষুণি বাসো;
ভালোবাসো-তার প্রিয়জন: পরিবেশ, প্রতিবেশ
ভালোবাসো-মানুষ, দেশ ও পৃথিবীটাকে
অবশ্য, সকলের ভালোবাসা: এক নয় হৃদয়ের মাপে
সকলে সমান নয় ধরণ ও ধারণে।

ভালোবাসায় প্রেমিকের বেশে অপ্রেমিকও থাকে
লোভী থাকে
প্রতারক থাকে
থাকে স্বার্থপর
ভুল প্রলোভনে কেড়ে নেয়ে জীবনের আলোকিত সব।

তবুও ভালোবাসতে হবে
ভালোবাসতে হলে নিজেকে ঠিকঠাক করে নাও
আগে প্রকৃত প্রেমিক হও, হও সৎ ও নিষ্ঠাবান
অপ্রত্যাশিত কষ্টের জন্য প্রস্তুতি নাও
ভালোবেসে প্রতিশ্রুতির জন্য প্রস্তুতি নাও
বুঝে নাও ভালোবাসার দায়িত্ববোধ।

প্রেমিক হয়ে সকলে আসে না
প্রেমিক হয়ে সকলে থাকে না; চিরকাল
প্রেমময় দাম্পত্য না থাকলেও
প্রেমময় প্রেম গড়ে নিতে পারে সব।

সকল ভালোবাসার নিচেই থাকে কিছু কিছু
কুণ্ডলায়িত উষ্ণ অনুভব।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh