রোজায় বাড়বে না পোল্ট্রি মুরগির দাম, কৃষিমন্ত্রীর আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৬:৫৩ পিএম | আপডেট: ১৬ মার্চ ২০২৩, ০৬:৫৭ পিএম

কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

রমজান মাসে পোল্ট্রি মুরগির দাম আর বাড়বে না বলে আশ্বস্ত করেছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক পোল্ট্রি শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বাজারে চাহিদা ও জোগানের সমন্বয় করতে আলাদা সংস্থা গঠনের তাগিদ দেন।

গেল কয়েক মাস ধরেই অস্থির দেশের পোল্ট্রি পণ্যের বাজার। ব্রয়লার মুরগি ও ডিমের দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে রাজধানীতে শুরু হলো পোল্ট্রি শো।

ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশের সভাপতি মসিউর রহমান বলেছেন, ডলারের চড়া দামের পাশাপাশি, পোল্ট্রি খাবারের ব্যয় বাড়ার প্রভাব পড়েছে এ খাতে। বাড়তি দামকে উৎপাদন ব্যয়ের সমন্বয় বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতায়ও দাম অস্বাভাবিক বাড়ে উল্লেখ করে তা নজরদারিতে আলাদা সংস্থা গঠনের তাগিদ দেন কৃষিমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দেন, এ খাতে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার।

তিন দিনের আন্তর্জাতিক পোল্ট্রি শোতে অংশ নিচ্ছে ২০টি দেশের ১৬৯টি প্রতিষ্ঠান। প্রদর্শন হচ্ছে এ খাতের পণ্য উৎপাদনের নানা আধুনিক প্রযুক্তি। এই শো চলবে শনিবার পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh