নোবিপ্রবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. বাহাদুর

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১০:০৪ পিএম

অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। ছবি: নোবিপ্রবি প্রতিনিধি

অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। ছবি: নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন ট্রেজারার হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের অধ্যাপক ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) রাষ্ট্রপতি ও আচার্য এর অনুমোদনক্রমে এই নিয়োগ প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১৩ (১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য এ নিয়োগ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মো. আব্দুল হামিদ। আগামী চার বছর নবনিযুক্ত ট্রেজারার বিধি অনুযায়ী ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রী শেষে জাপানের উতসুনোমিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি নোবিপ্রবির প্রক্টর, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh