তুরস্কে এবার প্রলয়ঙ্করী বন্যার আঘাত, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৮:২৮ এএম

ক্ষতিগ্রস্ত অঞ্চলের ছবি। ছবি: সংগৃহীত

ক্ষতিগ্রস্ত অঞ্চলের ছবি। ছবি: সংগৃহীত

ভয়ঙ্কর ভূমিকম্পের আঘাতের দাগ এখনও রয়েছে তুরস্কে। ক্ষয়ক্ষতি সামলে উঠা তো দূরের কথা। এখনও স্বজন হারানোর শোকই কাঁটিয়ে উঠতে পারেনি দেশটি। এর মধ্যে এবার প্রবল বৃষ্টিপাতের কারণে তুরস্কে প্রলয়ঙ্করী বন্যা সৃষ্টি হয়েছে। এতে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত পাঁচজন। 

গত মঙ্গলবার (১৪ মার্চ) রাত থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এ বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান। গত বুধবারও (১৫ মার্চ) বৃষ্টি অব্যাহত ছিলো।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছে, সিরিয়ার সীমান্তসংলগ্ন সানলিউরফা এলাকায় বন্যায় ১২ জনের প্রাণ গেছে। অন্যদিকে আদিয়ামানে এক বছরের শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তিদের সবাই ভূমিকম্পের পর থেকে তাঁবু ও কনটেইনারে বসবাস করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে দেখা যায়, আকস্মিক বন্যা পানিতে ভেসে যাচ্ছে গেছে অনেক তাঁবু ও গাড়ি।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তুরস্কে ৪৮ হাজারের বেশি ও সিরিয়ায় প্রায় ছয় হাজার মানুষের প্রাণ যায়। এর পর থেকে ভূমিকম্প কবলিত এলাকার গৃহহীন অনেক মানুষ তাঁবুতে বসবাস করছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh