আগে দর্শক হিসেবে গল্পটা ভেবে দেখি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১০:৩৬ এএম

সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত

সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত

সময়ের আলোচিত অভিনেতা সিয়াম আহমেদ। নিয়মিত কাজ করছেন বড়পর্দায়। মুক্তির অপেক্ষায় আছে তার বেশকিছু চলচ্চিত্র। সাম্প্রতিক ব্যস্ততা, পরিকল্পনা ও বিভিন্ন প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে...

এ সময়ের ব্যস্ততা নিয়ে জানতে চাই।

নতুন কিছু কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি। যেভাবে নতুন গল্পের জন্য তৈরি হওয়া দরকার সেরকমভাবেই নিজেকে তৈরি করে নিচ্ছি।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা থেকে কেমন সাড়া পেলেন? 

ভালো সাড়া পেয়েছি। নতুন ধরনের দর্শক পেয়েছি যারা হয়তো আগে হলে যেত না। অনেক শিশু-কিশোর দর্শক এসেছিল চলচ্চিত্রটি দেখতে। তারা হলে এসে সিনেমাটি দেখেছে এবং প্রশংসাও করছে। যারা আগে হলে আসেনি তারাও হলমুখী হয়েছেন যেটা বাংলা সিনেমার জন্য অনেক পজিটিভ দিক।

নতুন ধরনের দর্শকদের সঙ্গে চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা কেমন?

শিশু-কিশোরদের জন্য বাংলাদেশে বেশি চলচ্চিত্র তৈরি হয় না। সেজন্যই হয়তো শিশু-কিশোররা হলে বেশি আসে না। তবে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন তেমনই একটি গল্প ছিল তাই তারা অনেক উৎসাহ নিয়েই এসেছিল। উপভোগ করেছি তাদের সঙ্গে চলচ্চিত্র দেখতে। তাদের বয়সে ফিরে গিয়েছিলাম যখন তাদের সঙ্গে চলচ্চিত্রটি দেখেছিলাম।

কোন ধরনের গল্প বেশি টানে?

আমি অভিনয়ের মানুষ। সব ধরনের গল্পই আমাকে টানে। তবে গল্প আমার কাছে আগে পছন্দ হতে হবে। আমি আগে দর্শক হিসেবে গল্পটা ভেবে দেখি আমার কেমন লাগবে। আমার যদি পছন্দ হয় তখনই সেই গল্পে কাজ করি।

ওটিটি নিয়ে নতুন করে কোনো পরিকল্পনা?

বাংলাদেশে ওটিটি এখন অনেক জনপ্রিয়। কাজও হচ্ছে অনেক সৃজনশীল। ওটিটিতে আমার কাজ করা হয়েছে। আমি আসলে পরিকল্পনা করে কাজ করি না। যখন সব কিছু মিলে যায় তখনই কাজ করি। নতুন কাজের বিষয়ে কথা হচ্ছে যদি সব মিলে যায় তবে ওটিটিতে আবারও কাজ করব।

এ বছর কী কী কাজ আসছে?

এ বছর ঈদুল ফিতরে ‘অন্তর্জাল’ চলচ্চিত্রটি মুক্তির কথা আছে। আরও কিছু চলচ্চিত্র মুক্তির কথা চলছে। সেগুলোও হয়তো এ বছর সিনেমা হলে দেখা যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh