আঘাত পেয়ে হাসপাতালে মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০১:০৯ পিএম

মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তা ধারণা করা হয়েছিল। কেননা টি-টোয়েন্টিতে ইংলিশবধের পেছনে মূল ভূমিকা তারই ছিল। কিন্তু মিরাজকে নিয়ে দুঃসংবাদ উড়ে এসেছে। অনুশীলন করতে গিয়ে চোখে আঘাত পেয়েছেন তিনি। ভর্তি হয়েছেন হাসপাতালে।

আজ শুক্রবার (১৭ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিংরুম প্রান্তে দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা। পায়ে বল পেয়ে গোল করতে চেয়েছিলেন মিরাজ। কিন্তু ডিফেন্ডার হিসেবে দাঁড়িয়ে ছিলেন পেসার হাসান মাহমুদ। তার ট্যাকলে বল আঘাত হানে মিরাজের চোখে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যান করানো হলেও তার রিপোর্ট ভালো এসেছে। মিরাজকে নিয়ে যাওয়া হয়েছে চোখের চিকিৎসকের কাছে।

এ ঘটনায় টাইগার ক্যাম্পে প্রবেশ করে কিছুক্ষণ মিরাজকে দেখাশোনা করেন ফিজিও বাইজিদুল ইসলাম। পরে তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। 

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়ে ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন জাকির হাসান। তার স্থলাভিষিক্ত হয়েছেন রনি তালুকদার। এর মধ্য দিয়ে দীর্ঘ ৮ বছর পর ওয়ানডে দলে সুযোগ পেলেন এ ডানহাতি ব্যাটার। 

প্রসঙ্গত, আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়। 

এরপর টি-২০ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, যা শুরু হবে দুপুর দুইটায়। 

এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh