জাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৪:০৪ পিএম | আপডেট: ১৭ মার্চ ২০২৩, ০৪:০৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূকাভিনয় উৎসব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূকাভিনয় উৎসব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘রঙ্গন মাইম একাডেমি’র আয়োজনে ১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব। দেশি-বিদেশি ২১টি মাইম দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই উৎসবে থাকছে স্ট্রিট মাইম, সেমিনার, মূকাভিনয় কর্মশালা, উন্মুক্ত আলোচনা, একক ও দলগত মূকাভিনয়সহ আরো নানা আয়োজন।

আজ শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন সংলগ্ন মৃৎমঞ্চ থেকে এক র‍্যালির মাধ্যমে শুরু হবে উৎসব। র‍্যালির উদ্বোধন করবেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

এরপর সন্ধ্যা ৬টায় জহির রায়হান মিলনায়তনে থিয়েটার হলে উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, নাট্যকার ও গবেষক অধ্যাপক ড. রতন সিদ্দিকী, টিভি ও চলচ্চিত্র অভিনেতা এবং বিশিষ্ট মূকাভিনেতা শুভাশীষ ভৌমিক ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ধীমান সাহা জুয়েল। সন্ধ্যা ৭ টায় নৃত্য পরিবেশনা করবেন আকাশ সরকার ও তার দল। সন্ধ্যা সাতটা ১০ মিনিট  থেকে মূকাভিনয় পরিবেশন করবে আমন্ত্রিত দেশ বিদেশের মূকাভিনয় দলসমুহ।

উৎসবের দ্বিতীয় দিন ১৮ মার্চ, শনিবার সকাল ১১টায় মূকাভিনয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সেট ডিজাইন কক্ষে। সেমিনারে ‘বাঙলা মূকাভিনয়ের মুক্তি কোন পথে?’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জাহিদ রিপন। সেমিনারে আলোচনা রাখবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের অধ্যাপক আল জাবির, পশ্চিমবঙ্গের অসিত আচার্য্য, জলপাইগুড়ি উজ্জীবন মাইম থিয়েটারের প্রিয়াংকা মন্ডল, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ধীমান সাহা জুয়েল, প্যান্টোমাইম মুভমেন্টের রিজোয়ান রাজন। সেমিনারে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ।

বেলা ৩ টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আফসার আহমদ থিয়েটার ল্যাবে থাকছে মূকাভিনয় বিষয়ক কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন জলপাইগুড়ি উজ্জীবন মাইম থিয়েটারের প্রিয়াংকা মন্ডল, অসিত আচার্য্য ও রিজোয়ান রাজন। এরপর সেলিম আল দীন মুক্তমঞ্চে সন্ধ্যা ৭টা থেকে নৃত্য পরিবেশনা করবেন আকাশ সরকার ও তার দল। সন্ধ্যা ৭টা থেকে মূকাভিনয় পরিবেশন করবে আমন্ত্রিত দেশ বিদেশের মূকাভিনয় দলসমুহ।

রঙ্গন মাইম একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের চেয়ারম্যান অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসবের।

উৎসবের বিষয়ে রঙ্গন মাইম একাডেমির পরিচালক অধ্যাপক ড. ইস্রাফিল জানান, ‘মোট ২১ টি দলের অংশগ্রহণে এই মূকাভিনয় উৎসবের আয়োজনটি করা হয়েছে, যার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৩টি দল অংশগ্রহণ করছেন। মূল অনুষ্ঠানের পাশাপাশি দুইদিন ব্যাপি এই আয়োজনে প্রতিদিন ক্যাম্পাসের বিভিন্ন স্পটে উন্মুক্ত স্ট্রীট মাইম শো এর ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রথমবারের মত আন্তর্জাতিক এই মূকাভিনয় উৎসব আয়োজনের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিতে পারব যে পরবর্তীতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখা যায় কিনা। সবার সহযোগিতা পেলে আমরা প্রতিবছর এ ধরণের আয়োজন চালিয়ে যেতে চাই।’

দুইদিন ব্যাপি এই আয়োজনে অংশগ্রহণকারী মূকাভিনয় দলগুলো হল জলপাইগুড়ি উজ্জীবন মাইম থিয়েটার, পশ্চিমবঙ্গ; লিটল ড্রামা অর্গানাইজেশন, ত্রিপুরা, ভারত; অঙ্গ কল্পনা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ; জলছবি মাইম থিয়েটার, কিশোরগঞ্জ; ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন; শ্রুতি মাইম থিয়েটার, নারায়নগঞ্জ; থিয়েটার সার্কেল মাইম, মুন্সীগঞ্জ; মুক্তমঞ্চ নির্বাক দল, গাজীপুর; মাইম ফেইস, নারায়ণাগঞ্জ; মাগুরা মাইম থিয়েটার; নাট্যতরী, দ্য মামার্স, মুক্ত বিহঙ্গ, রংপুর; মিরর মাইম, ঢাকা ; মাইম ট্রুপ, চট্টগ্রাম; মনন মাইম থিয়েটার, দেওয়ান মামুন, চট্টগ্রাম; সাইলেন্ট থিয়েটার, চট্টগ্রাম; প্যান্টোমাইম মুভমেন্ট, চট্টগ্রাম; রঙ্গন মাইম একাডেমি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh