এবার মাহি ও তার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৯:১৮ পিএম

ফেসবুক লাইভে চিত্রনায়িকা মাহি ও গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুর। ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে চিত্রনায়িকা মাহি ও গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুর। ছবি: সংগৃহীত

গাজীপুরে স্বামীর গাড়ির শোরুমে শুক্রবার ভোরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। তার স্বামী রাকিব সরকার পুলিশের বিরুদ্ধে প্রায় দেড়কোটি ঘুষের বিনিময়ে প্রতিপক্ষকে জমি দখল করে দেওয়ার অভিযোগ করেন। তবে হামলার ঘটনায় উল্টো ইসমাইল হোসেন বাদী হয়ে মাহিয়া মাহি ও তার স্বামীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

ঘটনার পর মাহিয়া মাহির ফেসবুক পেজ থেকে লাইভে এসে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার এসব অভিযোগ করেন। তবে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার বর্তমানে ওমরা হজ পালনের জন্য সৌদি আরব অবস্থান করছেন। স্বামী রাকিব সরকার গাজীপুর মহানগরের বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তার গাড়ির শোরুমের নাম সনিরাজ কার প্যালেস। শোরুমটি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে অবস্থিত।

লাইভে মাহিয়া মাহি অভিযোগ করে বলেন, শুক্রবার ভোর ৫টার দিকে স্থানীয় ইসমাইল হোসেন লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে তাদের মালিকানাধীন সনিরাজ কার প্যালেস শোরুমে হামলা করা হয়। হামলাকারীরা শো-রুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে দরজা জানালার কাঁচ, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর এবং শোরুমের সাইনবোর্ড খুলে নেয়। এসময় তারা অফিস কক্ষ তছনছ করে ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রকিব সরকারের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি পক্ষ ভুয়া-জাল কাগজ তৈরি করে রাকিব সরকারের মালিকানাধীন জমি জবর দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ জমি পাইয়ে দেয়ার জন্য জিএমপি কমিশনার এক কর্মকর্তার মাধ্যমে প্রতিপক্ষের কাছ থেকে দেড় কোটি টাকা ঘুষ নিয়েছেন।

এসময় তিনি জানান, ওমরা হজ পালন শেষে শনিবার (১৮ মার্চ) তারা দেশে ফিরবেন। দেশে ফিরে বিকেলে এ ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। ঘুষ নিয়ে জমি পাইয়ে দেয়ার প্রসঙ্গে জিএমপি কমিশনার বলেন, মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এদিকে বিকেলে অভিযুক্ত ইসমাইল হোসেন মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটে সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, সনিরাজ কার প্যালেস শোরুমের জমিটি আমার। সিএস থেকে হালনাগাদ পর্যন্ত কাগজ পত্র যাচাই করে ওই জমিটি আমি ক্রয় করি। রাকিব সরকার জমিটি জোর করে দখল করে রেখেছে। সকালে আমি লোকজন নিয়ে ওই জমিতে কাজ করতে গেলে রকিব সরকারের লোকজন আমাদের উপর হামলা চালিয়ে মারধর করে ও ভাংচুর করে। হামলায় আমিসহ কয়েকজন আহত হয়েছি। আমরা কার প্যালেসে কোন ভাংচুর করিনি। এ ব্যাপারে জিএমপির বাসন থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। সংবাদ সম্মেলনে অপর অভিযুক্ত মামুন সরকার উপস্থিত ছিলেন।

জিএমপির উপ-কমিশনার (মিডিয়া) আবু তোরাব মো. শামছুর রহমান জানান, হামলার ঘটনায় ইসমাইল হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এতে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারকে হুকুমের আসামি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh