রাঙ্গামাটিতে বাস উল্টে প্রাণ গেল ২ পর্যটকের

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৯:৩৬ পিএম | আপডেট: ১৭ মার্চ ২০২৩, ১০:০৯ পিএম

মানিকছড়িতে উল্টে যাওয়া পর্যটকবাহী বাস। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

মানিকছড়িতে উল্টে যাওয়া পর্যটকবাহী বাস। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি জেলা শহরের মানিকছড়িতে একটি পর্যটকবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছে।

আজ শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানান, চট্টগ্রামে ভাটিয়ারীর এক ইটভাটা (ব্রিকফিল্ড) থেকে তারা রাঙ্গামাটিতে পিকনিকে আসেন। চট্টগ্রামে ফেরার পথে বাসটি (ঢাকামেট্রো-ব-১৪২৮৯৬) মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নাম পরিচয় জানা যায়নি। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাসযাত্রী আনসার আলী বলেন, গাড়ির চালক বেপোয়ারাভাবে বাসটি চালাচ্ছিল। পর্যটন এলাকায় একটি বিদ্যুৎবাহী খুঁটিতে ধাক্কা দিয়ে তারা ৫ হাজার টাকা জরিমানা দিয়ে এসেছেন। গাড়ির নিচে চাপা পড়ে দুইজন মারা গেছেন।

এদিকে, রাত সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রাঙ্গামাটির জেলাপ্রশাসকসহ সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh