ছুটির দিনে ৯ জেলায় সড়কে নিহত ১৫

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১০:০৭ পিএম | আপডেট: ১৭ মার্চ ২০২৩, ১০:০৮ পিএম

মানিকছড়িতে উল্টে যাওয়া পর্যটকবাহী বাস। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

মানিকছড়িতে উল্টে যাওয়া পর্যটকবাহী বাস। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

দেশের ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবারের (১৭ মার্চ) এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

পিরোজপুর : পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ক্যাট্যারিং সার্ভিসের তিন কর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন থেকে চারজন। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে সদর উপজেলার পিরোজপুর-টগড়া সড়কের শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা বাগেরহাট স্টুডেন্ট ক্যাটারার্স সার্ভিসের কর্মী বলে জানা গেছে। তবে তাদের কারো পরিচয় পাওয়া যায়নি। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মো. ইয়াছিন আলী এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা যাচ্ছিল। অন্যদিকে বাগেরহাট স্টুডেন্ট ক্যাটারার্সের ২১ কর্মী নিয়ে একটি টমটম পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল। শংকরপাশা এলাকায় টমটমটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের চাপা‌‌য় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন বলে জানান এএসপি। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ভোলা : ভোলায় বা‌সের চাপায় অটোরিকশায় থাকা দুই ক‌লেজ ছাত্রীসহ তিন জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯টার দি‌কে ভোলা-চরফ‌্যাশন সড়‌কের দৌলতখান উপজেলার ওতর উদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা তা‌দের বাড়ির সামনের সড়ক থেকে অটোরিকশায় করে বাংলাবাজার যাওয়ার পথে ওতর উদ্দিন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চরফ‌্যাশনগামী এক‌টি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশায় থাকা দুই জন কলেজ ছাত্রীসহ আরও এক যাত্রী। নিহতরা হলেন, দৌলতখান উপজেলার জয়নগর গ্রামের কয়ছর মাতাব্ব‌রের মে‌য়ে ক‌লেজ ছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বাড়ির জাহাঙ্গী‌রের মে‌য়ে শিখা (১৭) এবং একই গ্রামের মো. আবুল কালাম (৫৫)। এছাড়াও এ ঘটনায় অটোরিকশার চালককে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাস‌টির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকীর হো‌সেন ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে জানান, বাস‌টি‌র চালককে আট‌কের চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দিসার এলাকার কসবা-সৈয়দবাদ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক্টর হেলপার পাভেল মিয়া (১৮), পথচারী দেলোয়ার মিয়া (৩০)। দেলোয়ার পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, কসবা থেকে একটি ট্রাক্টর তিনলাখপীর যাওয়ার পথে চান্দিসার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশে থাকা একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।

বগুড়া : বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলী আজগর নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বিকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, জেলার আরকাদিয়া ব্রিজের কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলী আজগরসহ দুজন গুরুতর আহত হন। পরে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল আলিম নামে এক যুবক নিহত হয়েছেন। বিকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার এসআই ইন্দ্রজিৎ বরমন জানান, জমিতে কাজ শেষ করে বাইসাইকেলে বাড়ি যাচ্ছিলেন আব্দুল আলিম। মুসলিমপুর মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল।

টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ইরফান মিয়া নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শিবু নাথ সরকার জানায়, ইরফান মহাসড়কের পূর্ব পাশ থেকে হেঁটে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাটোর : নাটোরের বড়াইগ্রামে মাটি বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্ত ইসলাম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার ৬ নম্বর গোপালপুর ইউনিয়নের নওগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় সোহান হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। বেলকুচি থানার ওসি আসলাম উদ্দিন বলেন, সকালে উপজেলার বানিয়াগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলা শহরের মানিকছড়িতে একটি পর্যটকবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছে।শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানান, চট্টগ্রামে ভাটিয়ারীর এক ইটভাটা (ব্রিকফিল্ড) থেকে তারা রাঙ্গামাটিতে পিকনিকে আসেন। চট্টগ্রামে ফেরার পথে বাসটি (ঢাকামেট্রো-ব-১৪২৮৯৬) মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নাম পরিচয় জানা যায়নি। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাসযাত্রী আনসার আলী বলেন, গাড়ির চালক বেপোয়ারাভাবে বাসটি চালাচ্ছিল। পর্যটন এলাকায় একটি বিদ্যুৎবাহী খুঁটিতে ধাক্কা দিয়ে তারা ৫ হাজার টাকা জরিমানা দিয়ে এসেছেন। গাড়ির নিচে চাপা পড়ে দুইজন মারা গেছেন। এদিকে, রাত সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রাঙ্গামাটির জেলাপ্রশাসকসহ সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh