টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়ের অভিষেক

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০২:০২ পিএম

টসের সময় তোলা ছবি। ছবি: সংগৃহীত

টসের সময় তোলা ছবি। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। আইরিশ কাপ্তান অ্যান্ড্রু ব্যালবার্নি ব্যাটিংয়ে পাঠিয়েছে তামিম ইকবালবাহিনীকে। চোখে চোট পাওয়ায় একাদশে নেই মেহেদী হাসান মিরাজ। তবে এ ম্যাচে অভিষেক হচ্ছে তরুণ তুর্কি তৌহিদ হৃদয়ের।

আজ শনিবার (১৮ মার্চ) দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে লড়াই করবে বাংলাদেশ।

উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছিল ১৩ বছর আগে, ২০১০ সালে। দুই দল সবমিলিয়ে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ১০ বার। বাংলাদেশের জয় ৭টি, দুটি ম্যাচ জিতেছে আইরিশরা। একটি ম্যাচের ফল হয়নি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh