সেশনজটের অবসান হোক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৩:৫২ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি: সংগৃহীত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি: সংগৃহীত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম একটি সমস্যা হচ্ছে সেশনজট। বর্তমানে দেশে মোট ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী সরকারি সুবিধায় উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে ঝুঁকছে। এসব শিক্ষার্থী ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়ে হাজারো স্বপ্ন নিয়ে পাড়ি দেয় পছন্দের বিশ্ববিদ্যালয়ে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, যেখানে একজন শিক্ষার্থীর স্নাতকোত্তর শেষ করতে পাঁচ বছর লাগার কথা, সেখানে সেশনজটের কারণে বেশি লাগছে দুই থেকে তিন বছর বা এর চেয়েও বেশি সময়। একদিকে দেশের চাকরি বাজারের মন্দা, অন্যদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিতে সরকারের অনীহায় এমনিতেই শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, এর ওপর সেশনজটের কবলে পড়া শিক্ষার্থীরা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির বয়সসীমার কাছে হেরে গিয়ে সরকারি চাকরি লাভে বঞ্চিত হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ে পড়েও আজকাল অনেক শিক্ষার্থীর দুশ্চিন্তার শেষ নেই।

সেশনজটের অবসান হোক-এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়ের দাবি। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।


মিশন চাকমা
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh