মাহিকে গ্রেপ্তারের প্রতিবাদে সরব নির্মাতা ও তারকারা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৬:১৮ পিএম

মাহিকে গ্রেপ্তারের প্রতিবাদে সরব নির্মাতা ও তারকারা। ছবি: সংগৃহীত

মাহিকে গ্রেপ্তারের প্রতিবাদে সরব নির্মাতা ও তারকারা। ছবি: সংগৃহীত

স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন ওমরাহ হজ পালন করতে। সেখান থেকে দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেপ্তার হন নয় মাসের অন্তঃসত্ত্বা চিত্রনায়িকা মাহিয়া মাহি। পুলিশ তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে তা না মঞ্জুর হয়। পরে মাহিকে কারাগারে পাঠানো হয়।

একজন চিত্রনায়িকাকে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তারের ঘটনায় সাধারণ মানুষ থেকে শোবিজ তারকা সকলেই প্রতিক্রিয়া জানাচ্ছেন। ঘটনার পরপরই নির্মাতা শিহাব শাহীন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আরাভ খান (দুবাইয়ে পালিয়ে থাকা পুলিশ সদস্য হত্যা মামলার আসামি) থেকে দৃষ্টি সরে যাবে সবার। মাহিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।’

অন্যদিকে নিমার্তা আশফাক নিপুণ লিখেছেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তারের নিন্দা। অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।’

একই সুরে প্রতিবাদ জানিয়ে রেদওয়ান রনি লিখেন, ‘মাহিয়া মাহিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে।’

এদিকে দুই বাংলার তারকা অভিনেত্রী জয়া ফেসবুকে লিখেছেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেফতার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। তার অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনও ক্ষতি না হয়।’

মাহি ও তার গর্ভের সন্তানের ব্যাপারে সংবেদনশীল থাকার অনুরোধ জানিয়ে জয়া বলেছেন, ‘রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করবো, মা আর অনাগত শিশুর যেন কোনও ক্ষতি না হয়, সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।’

নির্মাতা ও তারকাদের পোস্টের কমেন্ট বক্সে অন্যান্য নেটিজেনরাও একাত্মতা প্রকাশ করছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এবং একজন অন্তঃসত্ত্বা নারীর প্রতি এ আচরণের নিন্দা জানাচ্ছেন তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh