আওয়ামী লীগ দেশের মানচিত্রটাও খেয়ে ফেলছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৭:০৩ পিএম

নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ দেশের সব খেয়ে ফেলেছে, এখন বাংলাদেশের মানচিত্রটাও খেয়ে ফেলতে বসেছে।

আজ শনিবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপির এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে দেশের সবগুলো মহানগরেও একই কর্মসূচি পালিত হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের মূলনীতি, টাকা পাচার আর দুর্নীতি। এ সরকারের দুর্নীতির ফিরিস্তি দিতে গেলে এক দিনে হবে না, এক মাস লাগবে। যেখানে যাবেন, সেখানে দুর্নীতি।

তিনি বলেন, টিআইবি রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়নের চাকরির জন্যও ১৫ লাখ টাকা ঘুষ দিতে হয়। আমি বলেছিলাম, এ সরকার বিদ্যুৎ খাতকে দুর্নীতির প্রধান খাত হিসেবে বেছে নিয়েছে। আরও আছে, তেল আমদানি খাত।

বিএনপি মহাসচিব বলেন, সিআইডি বলেছে, দেশ থেকে প্রতি বছর হুণ্ডির মাধ্যমে ৭৫ হাজার কোটি টাকা পাচার হয়। একটা বালিশ কিনেছে পাঁচ হাজার ৭০০ টাকায়। ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু ৩০ হাজার কোটি টাকায় বানিয়েছে। আবার নতুন শুরু করেছে পাতাল রেল। উদ্দেশ্য একটাই লুট। ২১ কিলোমিটার পাতাল রেলে খরচ হবে ৫২ হাজার কোটি টাকা।

তিনি আরও বলেন, টাকা পাচার করে অর্থনীতিকে একেবারে ফোকলা করে দেওয়া হয়েছে। ব্যাংকিং খাত থেকে ৮০০ কোটি টাকা লোপাট হয়ে গেছে। ডলার সংকটে নিত্যপ্রয়োনীয় পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। এ রাষ্ট্রকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। দুদিন আগে সুপ্রিম কোর্টে পুলিশ ঢুকে আইনজীবীদের পিটিয়ে আহত করেছে।  

মির্জা ফখরুল বলেন, তারা দেশের সব খেয়ে ফেলেছে। আওয়ামী লীগ আজকে দুর্নীতি করে দেশকে ওই অবস্থায় নিয়ে গেছে যে তারা বাংলাদেশের মানচিত্রও খেয়ে ফেলতে বসেছে।

এ সময় আওয়ামী লীগের উদ্দেশে তিনি স্লোগান ধরেন... ‘গলি-গলি মে শোর হ্যায়।’ নেতা-কর্মীরা তার সঙ্গে বলে ওঠেন ‘শেখ হাসিনা চোর হ্যায়’।

সরকারের পতন ঘটানোর আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমাদের প্রধান কথা দুর্নীতি বন্ধ করতে হলে এই সরকারকে সরাতে হবে। এই সরকার, যারা জোর করে ক্ষমতায় বসে আছে, তাদের জনগণের শক্তি দিয়ে সরে যেতে বাধ্য করতে হবে।

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু সমাবেশ পরিচালনা করেন। 

এতে আরও বক্তব্য দেন- দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, বিএনপি নেতা ফজলুল হক মিলন, নাজিম উদ্দীন আলম, ডা. রফিকুল ইসলাম, ব্যারিস্টার কায়সার কামাল, রকিবুল ইসলাম বকুল, ইশরাক হোসেন, সাঈদ সোহরাব, যুব দলের সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, রাজিব আহসান, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ ও ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh