আগামী নির্বাচনেও মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়বে: আমু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৯:১৪ পিএম

ডিএসসিসি আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ডিএসসিসি আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

দেশের স্বার্থে আগামী নির্বাচনেও মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঝাঁপিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

আজ শনিবার (১৮ মার্চ) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা-২০২৩’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি’র আওতাধীন এলাকায় বসবাসকারী এক হাজার ২৪৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আজ ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা আছে। তিনি বেঁচে আছেন বলেই করোনাকালে সারা বিশ্ব যখন হুমকিতে পড়েছিল, বাংলাদেশ তখন মাথা তুলে দাঁড়িয়েছে। বিনা পয়সায় তিনি এদেশের কোটি কোটি মানুষকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছিলেন।

তিনি বলেন, অর্থনৈতিক মন্দা যখন সারা বিশ্বকে গ্রাস করে ফেলেছে তখনও বাংলাদেশ অর্থনৈতিকভাবে দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছে। ইউক্রেন যুদ্ধে সারা বিশ্ব যখন হুমকিতে তখনও শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আপনাদের কাছে পেয়ে, আপনাদের সান্নিধ্য পেয়ে আমি ব্যক্তিগতভাবে আপ্লুত হই। আমার পিতা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ শেখ ফজলুল হক মণির সান্নিধ্য আমি পাইনি। কিন্তু আপনাদের সান্নিধ্য পেয়ে আমি পিতার সান্নিধ্য পাই।

এসময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স যতটা সম্ভব মওকুফ করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন মেয়র। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, আবু আহমেদ মান্নাফী, মো. হুমায়ুন কবির, কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh