কারাগার থেকে বেরিয়ে যা বললেন মাহি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৯:৩৬ পিএম

কারাগার থেকে বেরিয়ে নিজের বাসায় যাচ্ছেন মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

কারাগার থেকে বেরিয়ে নিজের বাসায় যাচ্ছেন মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় সাড়ে ৫ ঘণ্টা কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

আজ শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন তিনি। এসময় ভক্তদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বাংলা চলচ্চিত্রের এই নায়িকা।

কারাগার থেকে বেরিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, কীভাবে আমার অনুভূতি প্রকাশ করব বুঝতেছি না। আমি আবেগে আপ্লুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার।

তিনি বলেন, সিনেমায় অনেক শুটিং করেছি। আমি দেখেছি, কারাগারে মানুষ অনেক কষ্টে থাকে। কিন্তু আমি কারাগারের ভেতরে অনেক শান্তিতে ছিলাম।

মাহিয়া মাহি বলেন, বিমান থেকে নামার পর ইমিগ্রেশনের পুলিশ আমাকে কারও সঙ্গে কথা বলতে দেননি। পুরো এয়ারপোর্ট ফাঁকা হয়ে গেছে। আমার মামা কথা বলতে এসেছিলেন, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি কি এত বড় আসামি হয়ে গেছি? এত বড় আসামি তো ছিলাম না।

তিনি আমি লাইভ করেছি, একজনের বিরুদ্ধে কথা বলেছি। সে ডিজিটাল আইনে মামলা করেছে, আমি সেই মামলার আসামি। কিন্তু আমি তো কোনো রাষ্ট্রদ্রোহী না। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি।

তিনি আরও বলেন, পুলিশের ঘুষ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু পুলিশ ঘুষ নিয়েছে এটা সত্য। 

সুষ্ঠু তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবেন বলেও জানান চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh