বালুখালি ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১০:৫৩ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩, ১১:১১ পিএম

নিহত রোহিঙ্গা যুবক হাফেজ মাহবুব (২৭)। ছবি: কক্সবাজার প্রতিনিধি

নিহত রোহিঙ্গা যুবক হাফেজ মাহবুব (২৭)। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত যুবক হাফেজ মাহবুব (২৭) ক্যাম্প-১৯ এর ডি/৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে। তিনি হাফেজি পড়ুয়া ছাত্র ও আইনশৃঙ্খলাবাহিনীকে সহায়তা করতেন বলে জানা গেছে।

উখিয়া থানার ওসি বলেন, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে ক্যাম্প ১২ এর জি/৭ ব্লকের সামনে সন্ত্রাসীরা হাফেজ মাহবুবকে গুলি করে। এসময় দুটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে এমএসএফ হাসপাতাল ও পরে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহবুববে মৃত ঘোষণা করেন।  

শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থল পুলিশ ও এপিবিএনের নিয়ন্ত্রণে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh