রাশিয়াকে শক্তি দেখাতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৯:৩৩ এএম

অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

নারী সাফে বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সবশেষ বয়সভিত্তিক অনূর্ধ্ব-২০ সাফেও বিজয় কেতন উড়িয়েছে বাংলার মেয়েরা। এবার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ জয়ের মিশন। হোম কন্ডিশনে কোনো বিতর্ক ছাড়াই ফেবারিট বলা যেত বাংলাদেশ নারী দলকে। কিন্তু সেটা বলা সম্ভব হচ্ছে রাশিয়ার কারণে। উয়েফার অনুমতি সাপেক্ষে ইউরোপের দেশটি খেলবে এশিয়ার টুর্নামেন্টটিতে। স্বাগতিকরা নিজেদের শক্তি দেখাতে চায় রাশিয়াকে।

গতকাল শনিবার (১৮ মার্চ) বাংলাদেশ পৌঁছে গেছে রাশিয়া নারী দল। কঠিন প্রতিপক্ষের আগমনে মোটেও বিচলিত নন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। বরং রাশিয়াকে শক্তি দেখাতে মুখিয়ে আছেন বাংলাদেশ নারী দলের কোচ।

বয়সভিত্তিক নারী সাফের পর্দা ওঠবে আগামীকাল সোমবার (২০ মার্চ)। টুর্নামেন্টে বাংলাদেশ ও রাশিয়া ছাড়া অপর তিন দল হলো- ভুটান, ভারত এবং নেপাল। খেলা হবে লিগ পদ্ধতিতে, শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতে ওঠবে শিরোপা। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। সোমবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও ভারত। একই দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। ২২ মার্চ রাশিয়া পরীক্ষা মেয়েদের। এরপর ২৪ ও ২৮ মার্চ যথাক্রমে ভারত ও নেপালের মুখোমুখি হবে স্বাগতিকরা।

যেহেতু ভারত-নেপাল-ভুটানকে খুব ভালো করে চেনা বাংলাদেশের, তাই আপাতত স্বাগতিকদের আগ্রহের কেন্দ্রে রাশিয়ানরা। 

শনিবার সংবাদ সম্মেলনে ছোটন বলেছেন, ‘আমরা দক্ষিণ এশিয়ায় যে স্ট্যান্ডার্ডে খেলি তা ইউরোপের স্ট্যান্ডার্ডের মতো নয়। রাশিয়ার বিপক্ষে খেললে অবশ্যই আমরা কোন স্ট্যান্ডার্ডে আছি, সেটা বেরিয়ে আসবে। তবে এখানে আমাদের ভালো দিক, আমাদের মেয়েরা যে প্রতিনিয়ত পারফর্ম করছে, আমাদের কোথায় উন্নতি হয়েছে এবং ভালো টিমগুলোর সঙ্গে খেলতে গেলে কোথায় উন্নতি করা উচিত, সেটা আমরা ভালোভাবে জানতে পারব।’

বাংলাদেশ কোচ যোগ করেন, ‘ইউরোপের একটা দলের বিপক্ষে খেলব-এটা ভেবে মেয়েরা শিহরিত, চাপ অনুভব করছে না। দক্ষিণ এশিয়ার দলগুলোর সঙ্গে খেলে অভ্যস্ত আমরা। এবার রাশিয়া যোগ হয়েছে, এটা আমাদের মেয়েদের জন্য বিরাট সুযোগ বলে আমি মনে করি। তারা অনেক কিছু শিখতে পারবে। রাশিয়া শক্তিশালী। আমাদের মেয়েরাও প্রস্তুত তাদের বিপক্ষে লড়াই করার জন্য। আমাদের যেটা লক্ষ্য থাকে, ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা এবং জয়লাভ করা। বিগত টুর্নামেন্টগুলোতে আমরা যেটা করে আসছি, আশা করি সেটা করার জন্য প্রস্তুত।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh