‘এখনও ঔপনিবেশিক ভাষা বহাল তবিয়তে রাজত্ব করছে’

শিক্ষালোকের ৫ম লেখক-শিল্পী সম্মিলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১১:০৮ এএম

সভায় আলোচনা করছেন বক্তারা। ছবি: সাম্প্রতিক দেশকাল

সভায় আলোচনা করছেন বক্তারা। ছবি: সাম্প্রতিক দেশকাল

বাংলা ভাষা আন্দোলন আমাদের দেশ দিয়েছে। কিন্তু এখনও ঔপনিবেশিক ভাষা বহাল তবিয়তে রাজত্ব করে যাচ্ছে। আমাদের এখান থেকে বের হতে হবে। রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার ও নিজস্ব সংস্কৃতি চর্চায় গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে আরেকটি ভাষা আন্দোলন করতে হবে। 

গতকাল শনিবার (১৮ মার্চ) সিদীপের শিক্ষাবিষয়ক বুলেটিন শিক্ষালোকের পঞ্চম লেখক-শিল্পী সম্মিলনে এসব কথা বলেন বক্তারা।

সম্মিলনটি রাজধানীর শেখেরটেকে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

সম্মিলনে বক্তারা বলেন, স্বাধীনতার অর্ধশত বছরেও আমরা একমুখী শিক্ষানীতি বাস্তবায়ন করতে পারিনি। সরকারগুলোর অনীহা বা উদাসীনতায় দেশে শিক্ষার ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

তারা আরও বলেন, আমাদের জাতীয় বাজেটে শিক্ষাখাতে খুবই কম বরাদ্দ দেয়া হয়। এটা খুবই হতাশাজনক।

সভার আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ শহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক কুদরতে খোদা, সিদীপের ভাইস চেয়ারম্যান শাজাহান ভূঁইয়া ও সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ।

এছাড়াও ইউল্যাব শিক্ষক খান মো. রবিউল আলম, কবি সৈকত হাবিব, লেখক আরশাদ সিদ্দিকী, সালেহা বেগমসহ আরও অনেকে আলোচনা সভায় অংশ নেন।

সভার প্রথম পর্বে ভাষা, দ্বিতীয় পর্বে মুক্তপাঠাগার এবং তৃতীয় পর্বে নৈতিকতার ওপর আলোচনা করা হয়। আলোচনাসভা পরিচালনা করেন শিক্ষালোকের নির্বাহী সম্পাদক আলমগীর খান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh