ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১২:৪০ পিএম

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ছবি: সংগৃহীত

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ছবি: সংগৃহীত

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বিম জং উনের দেশ উত্তর কোরিয়া। 

আজ রবিবার (১৯ মার্চ) কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে এ পরীক্ষা চালায় দেশটি। 

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ইয়ুনহাপ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ নিয়ে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পঞ্চমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। তবে জাপানের কোস্টগার্ডও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।  

এর আগে, গত বৃহস্পতিবার (১৬ মার্চ) উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সেদিন জাপান সফরে যাওয়ার কয়েক ঘণ্টার মাথায় উত্তর কোরিয়া সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। সেই পরীক্ষার মাত্র দুদিন পরই নতুন করে আবারও পরীক্ষা চালাল দেশটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh