গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০২:২৩ পিএম

মানববন্ধন কর্মসূচি। ছবি: শেরপুর প্রতিনিধি

মানববন্ধন কর্মসূচি। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরে একাত্তোরের মুক্তিযুদ্ধে বাঙালি গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

আজ রবিবার (১৯ মার্চ) সকালে শহরের নয়ানীবাজারস্থ ঐতিহাসিক পাকবাহিনীর টর্চার সেল খ্যাত সুরেন্দ্রমোহনের বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সেক্টার কমান্ডার্স ফোরাম শেরপুর জেলা শাখা। 

এসময় ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, ড. সুধাময় দাস, হারেজ আলী, আব্দুর রহিম বাদল প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্য সদস্য ও সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেয়।

এসময় একাত্তোরে গণহত্যার স্থানগুলোকে চিহৃতকরণ ও সংরক্ষণ, একাত্তোরে বাংলাদেশের কালো রাত্রী হিসেবে পরিচিত ২৫ মার্চকে গণহত্যা দিবস এবং গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh