বিশ্বের সবচেয়ে অলস মানুষের দেশ কোনটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০২:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

উগান্ডা বিশ্বের সবচেয়ে কর্মঠ দেশ। সেখানকার মাত্র ৫.৫ শতাংশ মানুষ সেরকম অলস। বাকি ৯৪.৫ শতাংশ মানুষই পরিশ্রমী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক গবেষণায় এমনই একটি চিত্র তুলে ধরেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিশিষ্ট মেডিক্যাল জার্নাল ল্যানসেট-এ।

গবেষণায় দেখা যাচ্ছে, একেবারে শেষে রয়েছে কুয়েত। ওই দেশের ৬৭ শতাংশ মানুষ তেমন কোনো কাজ করতে ইচ্ছুক নন।

কুয়েতের মতো কাজ করতে অনিচ্ছুক সৌদি আরব, আমেরিকান সোমায়া, ইরাকের মানুষ। এইসব দেশের অর্ধেক মানুষই কাজ করতে চান না।

ওই গবেষণার প্রতিবেদন মোতাবেক ১৬৮টি দেশের মধ্যে ১৫৯ দেশের মেয়েরা পুরুষদের তুলনায় বেশি কর্মক্ষম। মোট ১৯ লাখ মানুষের ওপরে ওই গবেষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh