মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০২:৪১ পিএম

মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক কনসার্ট

মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক কনসার্ট

ইউনিভার্সেল মেডিকেল কলেজ আয়োজিত মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত আন্দোলনের অন্যতম পথিকৃৎ জনপ্রিয় ব্যান্ডস্টার মাকসুদুল হকের সঙ্গীত জীবনের ৪৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত কনসার্টে মাকসুদের পাশাপাশি ফিচারিং করেন- ব্যান্ডদল মাইলস, ফিডব্যাক, দলছুট এবং প্যান্টাগন। প্রত্যেক ব্যান্ডই মাকসুদুল হকের একটি করে গানের পাশাপাশি স্বস্ব ব্যান্ডের গান পরিবেশন করেন।

মাকসুদ ও’ ঢাকা ব্যান্ড পরিবেশন করেন ১৯৮০-১৯৯০ দশকের জনপ্রিয় অনেক গান। এর মধ্যে উল্লেখযোগ্য- দূর থেকে দূরে, মৌসুমি-১, চিঠি, মাঝি-১, চোখ, স্বদেশ, জানালা। এছাড়া আরো পরিবেশন করেন ৯০’ এর ব্যান্ড সংগীতের সুবর্ণ সময়ের জনপ্রিয় গানগুলি- টেলিফোনে ফিসফিস, সামাজিক কোষ্ঠকাঠিন্য, মনে পরে তোমায়, মাঝি-৯১, মৌসুমি-২ এবং জলে স্থলে অগ্নিকুণ্ডে। সবশেষ পর্বে পরিবেশন করেন ধন্যবাদ হে ভালোবাসা, পারওয়ারদিগার, আবার যুদ্ধে যেতে হবে, উন্মাদনায় কাটে প্রেম, দেহঘড়ি, গণতন্ত্র এবং মেলা। 

মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক কনসার্টের প্রধান উদ্যোক্তা এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, বাংলা গানে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে এবং বিদেশী সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্তি পেতে এ কনসার্ট অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। একজন সঙ্গীত শিল্পীর জীবনে ৪৫ বছর একটি বড় সময়, আমরা এই গুণী শিল্পীর বর্ণাঢ্য জীবনকে আলোকিত করতেই এ কনসার্টের আয়োজন করেছি। ইউনিভার্সেল মেডিকেল কলেজ একটি বেসরকারি প্রতিষ্ঠান হলেও সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতা এবং শিল্পীর প্রতি শ্রদ্ধা - ভালোবাসা থেকেই এই ব্যতিক্রমী আয়োজন। পাশাপাশি এ অনুষ্ঠানের মাধ্যমে মাকসুদুল হককে ইউনিভার্সেল মেডিকেল কলেজের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. নুরুস সাফা মাহদী।

আরো বক্তব্য প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি এবং মাইলস ব্যান্ডের কর্ণধার হামিন আহমেদ টৌকন।

অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। যেখানে ১ম পুরস্কার হিসেবে প্রদান করা হয় শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টে ১দিনের ফ্রি কাঁপল নাইট প্যাকেজসহ ১০টি আকর্ষণীয় পুরস্কার ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- জনপ্রিয় আর জে নীরব খান। 

অনুষ্ঠানটির হেলথকেয়ার পার্টনার ছিল ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল, মিডিয়া পার্টনার সময় টিভি, টিকেটিং পার্টনার Get Set Rock, এক্টিভেশন পার্টনার মিডিয়া প্রো, সাউন্ড ও লাইট পার্টনার সাউন্ড মেশিন ও আলোমহল, ইভেন্ট পার্টনার ফ্যাক্টর থ্রি সল্যুশনস।-বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh