উদীচীর উৎসবে পেট্রোল বোমা হামলা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৬:৫৬ পিএম

উদীচী শিল্পীগোষ্ঠীর উৎসবে পেট্রোল বোমা হামলায় মঞ্চের সাজসজ্জা পুড়ে যায়। ছবি: নড়াইল প্রতিনিধি

উদীচী শিল্পীগোষ্ঠীর উৎসবে পেট্রোল বোমা হামলায় মঞ্চের সাজসজ্জা পুড়ে যায়। ছবি: নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়া এলাকায় উদীচী শিল্পীগোষ্ঠীর উৎসবে পেট্রোল বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।

আয়োজকরা জানান, উদীচী বড়দিয়া শাখার উদ্যোগে গতকাল শনিবার দুইদিন ব্যাপী উৎসব শুরু হয়। অনুষ্ঠানের প্রথমদিন আলোচনা সভা শেষে শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলে দুর্বৃত্তরা রাত ৮টার দিকে মঞ্চের পেছন থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। সেটা মঞ্চের পাশে গাছে লেগে বিস্ফোরিত হলে পাতায় আগুন ধরে যায়। এরপরও অনুষ্ঠান চালিয়ে যান আয়োজকরা। হঠাৎ করে রাত সাড়ে ৯টার দিকে আবারো পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এরপরই অনুষ্ঠান শেষ করা হয়। 

এদিকে রাত ২টার দিকে আবার মঞ্চের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করলে মঞ্চের সাজসজ্জা পুড়ে যায়।

এ ব্যাপারে উদীচী বড়দিয়া শাখার সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, অনুষ্ঠান চলাকালে দুই বার পেট্রোল বোমা নিক্ষেপ হলেও আমরা অনুষ্ঠান বন্ধ করিনি। তবে প্রথম দিনে এ ধরণের হামলার পর দ্বিতীয় দিনের অনুষ্ঠান বাতিল হয়েছে।

উদীচীর উপদেষ্টা স্থানীয় খাশিয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পেট্রোল বোমা হামলার প্রতিবাদে আজ রবিবার (১৯ মার্চ) বিকেলে বড়দিয়া বাজারে প্রতিবাদ মিছিল ও গণসংগীতের আয়োজন থাকলেও বৃষ্টির কারণে তা বাতিল হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ড এবং সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, কে বা কারা প্লাস্টিকের বোতলে কিছু ছুঁড়ে মেরেছে। তাদের কোনো প্রতিপক্ষ হয়ত অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল। বিষটি তদন্ত করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh