জাতীয় অ্যান্টিবায়োটিক প্রোটোকল থাকতে হবে: মো. নাসের শাহরিয়ার জাহেদী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১২:৩৯ এএম

সাম্প্রতিক দেশকাল

সাম্প্রতিক দেশকাল

‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স’ বর্তমানে নীরব অতিমারি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী।

তিনি বলেন, এই নীরব অতিমারি মোকাবিলায় এখনই আমাদেরকে সচেতন হতে হবে। আর বেশি দেরি করা কারো জন্যে মঙ্গলজনক হবে না। 

গতকাল রবিবার (১৯ মার্চ) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে আয়োজিত ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট একটি নীরব ঘাতক-বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চিত্র’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh