নজরুল বিশ্ববিদ্যালয়ে আসছে ‘জলের গান’

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১২:২৯ পিএম | আপডেট: ২০ মার্চ ২০২৩, ০১:৪৩ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি: নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি: নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্ট মাতাতে আসছে জনপ্রিয় ব্যান্ড দল জলের গান।

আজ সোমবার (২০ মার্চ) রাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবে জনপ্রিয় এ ব্যান্ড দল। বৃষ্টির জন্য বিঘ্নতা ঘটলে, সেক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানান্তরিত হবে গাহি সাম্যের গান মঞ্চে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মাসুম হাওলাদার বলেন, প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে বিকেলে র‍্যালি শেষে সাড়ে ৫টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরবর্তীতে সন্ধ্যায় কনসার্ট মাতাবে জনপ্রিয় ব্যান্ড দল জলের গান।

প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কে হলের আবাসিক শিক্ষক এবং সাংস্কৃতিক উপকমিটির সদস্য সচিব তারিফুল ইসলাম বলেন, হলটির প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা দায়িত্ব পেয়ে নিজ হাতে গড়ে তুলেছি। এভাবে ধীরে ধীরে শতবর্ষে পা দিবে বঙ্গবন্ধু হল। বঙ্গবন্ধু হলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণীয় করে রাখতে একটি স্মরনিকা বের করছি। 

তিনি  আরও বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড তারকা জলের গানের পাশাপাশি পারফর্ম করবে কোক স্টুডিও এর জনপ্রিয় তারকা মিউজিক বিভাগের শিক্ষার্থী  কানিজ খন্দকার মিতু, প্রণব হালদার প্রান্ত, থিয়েটারের শামীমসহ বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় অন্যান্য শিল্পীরা। 

উল্লেখ্য, ২০২২ সালের ২০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল যাত্রা শুরু করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh