কক্সবাজারে অপহৃত যুবক উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০২:৩৩ পিএম

আশরাফ আলী। ছবি: কক্সবাজার প্রতিনিধি

আশরাফ আলী। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের কলাতলী থেকে অপহৃত আশরাফ আলী (২৪) নামে এক যুবককে দুদিন পর উদ্ধার করেছে র‍্যাব। গতকাল রবিবার (১৯ মার্চ) সন্ধ্যায় খুরুশকুল নয়াপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার (১৮ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলাতলী থেকে নিখোঁজ হন আশরাফ। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

এরপর রবিবার বিকেল ৪টার দিকে একটি নম্বর থেকে আশরাফের শ্বশুর মো. হোসেনের মোবাইলে কল করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। সেই সাথে মুক্তিপণ না পেলে ভিকটিমকে হত্যার হুমকিসহ ভয়ভীতি দেখান তারা।

এ বিষয়ে মো. হোসেন র‍্যাব ক্যাম্পে অভিযোগ করেন এবং কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. শামসুল আলম খান জানান, মো. হোসেন নামের এক বৃদ্ধ র‍্যাব ক্যাম্পে অভিযোগ করেন। তার অভিযোগের পর অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র‍্যাব। পরে সন্ধ্যায় কক্সবাজার সদরের খুরুশকুল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh