ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৬:৫০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কবির মিয়া (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১  মার্চ) বিকেলে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

কবির মজলিশলুর ইউনিয়নের আনন্দপুরের জারু মিয়ার ছেলে।

কবিরের সহকর্মীরা জানান, আজ বৃষ্টির মাঝেই উত্তর সুহিলপুরে একটি বাড়িতে ভবন নির্মাণের কাজ চলছিল। ঢালাই কাজ করতে ভাইব্রেটর মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে যান কবির। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন।

কবিরের পিতা জারু মিয়া অভিযোগ করে বলেন, আমার ছেলেকে জোর করে বাড়ির মালিক লাইন লাগাতে বলেছেন। তাই আমার ছেলে মারা গেছে বলে জানতে পেরেছি।

এ বিষয় সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক ইমাম হাসান জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। হাসপাতালের মর্গে মরদেহ রাখা আছে। পুলিশ পাঠানো হচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh