রাশিয়ার কাছে ধরাশয়ী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৭:০০ পিএম

 কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুতেই লিড পায় রাশিয়া।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুতেই লিড পায় রাশিয়া।

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে রাশিয়া। এর আগে, আসরের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ৮-১ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। 

আজ বুধবার (২২ মার্চ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুতেই লিড পায় রাশিয়া।

ভাসিলিসা আদভেঙ্কোর ক্রস ডি-বক্সে পেয়ে যান দলটির অধিনায়ক এলিনা গোলিক। ডান পায়ের শটে বল জালে জড়াতে ভুল করেননি তিনি। এক গোল হজম করে বাংলাদেশ আক্রমণের চেষ্টা করলেও রাশিয়ার শক্তিশালী ডিফেন্স লাইনে চির ধরাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। 

ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে উল্টো দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। আন্না শাকারোভার বাড়ানো পাসে দূরের পোস্টে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করে রাশিয়ার অধিনায়ক। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ম্যাচে সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের আরও গুছিয়ে নিতে থাকে বাংলাদেশের মেয়েরা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। ম্যাচের ৬২ মিনিটে নিজেদের তৃতীয় গোলটি হজম করে বাংলাদেশ। আনাস্তাসিয়া কারাতায়েভা বক্সে বল পেয়ে গোলকিপারের পাশ দিয়ে প্লেসিং শটে স্বাগতিকদের ছিটকে দিয়েছেন।

উল্লেখ্য যে, ফিফা র‍্যাংকিংয়ে রাশিয়ার অবস্থান ২৬, যেখানে  বাংলাদেশের অবস্থান ১৪০তম স্থানে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh